ঢাকা জেলার ধামরাই থানার সাহসী ও দক্ষ পুলিশ অফিসার এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে সম্প্রতি পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইমাম হোসেন গ্রেফতার হয়েছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা এই আসামির বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট ছিল বলে জানা গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ইমাম হোসেন দীর্ঘদিন ধরে ধামরাইসহ আশপাশের এলাকায় মাদক পাচার ও বিক্রির নেটওয়ার্ক গড়ে তুলেছিল। পুলিশের তৎপরতা সত্ত্বেও নানা কৌশলে আত্মগোপনে থেকে সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিল। অবশেষে এসআই জিয়াউর রহমানের কৌশলী পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইমাম পালানোর চেষ্টা করলেও এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে তাকে ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মেলে, যা পরবর্তীতে মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তকরণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “এসআই জিয়াউর রহমানের এই অভিযান পুলিশের মাদকবিরোধী কার্যক্রমকে আরও বেগবান করেছে। সমাজ থেকে মাদক নির্মূলে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এসআই জিয়াউর রহমান ও তার টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এমন চৌকস অফিসারদের কারণে ধামরাইতে শান্তি ও নিরাপত্তা ফিরে আসছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2025 প্রতিদিনের আলো. All rights reserved.