রাজধানীর বংশাল থানাধীন আগামাসিলেন এলাকার একটি বাসায় প্রেম সংক্রান্ত ঘটনা মোঃ সজিব(১৯) নামে এক যুবককে নির্যাতনে হত্যার অভিযোগ পরিবারের।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সজীবের বাবা তাজ উদ্দীন জানান, আমার ছেলে বংশাল আগামা ছিলেন ৯৩/১ নম্বর বাসার একটি মেয়েকে ভালোবাসতেন। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে আমার ছেলেকে ওই মেয়ের ফোন দিলে আমার ছেলে ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ওই মেয়ের সঙ্গে দেখা করতে যায়। পরে ওই মেয়ের মামা আমার ছেলেকে মারধর করে জিআই তার দিয়ে গলা ও হাতে পেঁচিয়ে বেঁধে রাখে নির্যাতন করে। পরে বংশাল থানাকে খবর দিলে বংশাল থানা পুলিশ ওই বাসায়বিকেল সাড়ে পাঁচটার দিকে গিয়ে আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ১১টার দিকে সজীব মারা যায়। পুলিশ আমাদেরকে জানাই সজীব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা বংশাল আগামাছি লেনের ১৭ নম্বর বাসা।
বংশাল থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ দুলাল মিয়া জানান, আমরা খবর পেয়ে বংশালের আগামাসিলেন ৯৩/১ নম্বর বাসা থেকে সজীব নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাকেঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2025 প্রতিদিনের আলো. All rights reserved.