
রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে জুলাইযোদ্ধা সংসদ-এর আহ্বায়ক ও উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আরমান আহমেদ শাফিনের(২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০১ নভেম্বর) দুপুরে আদম আলী মার্কেটের পাশের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ ।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, আমরা খবর পেয়ে গতকাল দুপুরে দিকে আদম আলী মার্কেটের পাশের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।পরে আইনি প্রক্রিয়ায় শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা এখন কিছু বলা যাচ্ছে না ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। আরমান তার বাবা-মায়ের সঙ্গে দক্ষিণখানের ৮নং রেলগেট এলাকায় বসবাস করতেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরার সাবেক সমন্বয়ক নুর মোহাম্মদ জানান, তার লাশের সিমটম দেখে দেখে মনে হচ্ছে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এত অল্প জায়গায় আত্মহত্যা করা প্রায় অসম্ভব।
তিনি আরও জানান, আরমান ছিলেন জুলাই আন্দোলনের উত্তরা অঞ্চলে একজন সক্রিয় সংগঠক। তার অস্বাভাবিক মৃত্যুতে শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত তরুণ সংগঠনগুলোর মধ্যে ‘জুলাইযোদ্ধা সংসদ’ অন্যতম সক্রিয় একটি প্ল্যাটফর্ম। আরমান আহমেদ শাফিন ছিলেন সংগঠনের উত্তরা ইউনিটের অন্যতম মুখ।












